নিজস্ব প্রতিবেদক : কোরবানির বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করে দিলেও কেউই ওই স্থানে বর্জ্য ফেলছেন না বলে অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এ অভিযোগ তোলেন।
অনেকটা হতাশা প্রকাশ করে মেয়র বলেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না, বর্জ্যও ফেলছেন না।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব।
ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪শ’ গরু কোরবানি দেয়া হয়েছে বলে জানান আতিক। তিনি বলেন, এটি খুবই চ্যালেঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই এভাবে গরু কোরবানি দেয়া হয়েছে।