শর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে 

আলমগীর নিশান :

আগামীকাল ৭ই মে জোহরের নামাজ থেকে শর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে তবে মেনে চলতে হবে ১২টি শর্ত।

ধর্ম মন্ত্রনালয় জানিয়েছে নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

যে সব শর্ত মেনে চলতে হবে তা হলো :

*** মসজিদে কার্পেট বিছানো যাবে না। প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

*** মসজিদের গেটে হাত ধোয়া বা স্যানিটাই জারের ব্যবস্থা রাখতে হবে। সব মুসল্লিকে মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।

*** মুসল্লিদের বাসা থেকে ওজু করে ও সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

*** নামাজের কাতারে তিন ফুট পর পর দাঁড়াতে হবে।
*** এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

*** শিশু, বৃদ্ধ, যে কোনও ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ গ্রহণ করতে পারবেন না।

*** মসজিদের ওজুখানায় সাবান বা স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

*** সর্ব সাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

*** মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

*** উল্লেখিত শর্ত পালন করে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচ জন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন।

*** করোনা থেকে রক্ষা পাবার জন্য মসজিদে নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।

*** খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে দোকান খোলায় বাধা নেই