পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বোমার আঘাতে এক যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউপির আবদুল ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতা সফিক ব্যাপারী ও সিরাজ সরদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত মোহাম্মদ হোসেন খান (১৮) আওয়ামী লীগ নেতা সফিক ব্যাপারীর অনুসারি বলে জানিয়েছেন তার ফুফাতো ভাই আকতার হোসেন ব্যাপারী।
তিনি আরও বলেন, ‘মোহাম্মদ হোসেন খান সিরাজ সরদার গ্রুপের লোকজনের নিক্ষেপ করা বোমার আঘাতে মারা গেছে।’
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সফিক ব্যাপারী ও সিরাজর সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয়পক্ষের লোকেরা পরস্পরকে লক্ষ্য করে প্রায় শতাধিক বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেন নিহত হন।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশংকাজনক অবস্থায় ২/৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।