শরিফুল ইসলামের জোড়া ধাক্কায় বিপদে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ; টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দিনের অনেকটা সময় বৃষ্টি হওয়ায় পেসাররা সুবিধা পাবেন, এমন আশাতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আজ বুধবার (২১ আগস্ট) অধিনায়ককে ঠিক প্রমাণ করলেন পেসাররা। দ্রুতই তুলে নেন পাকিস্তানের তিন উইকেট।

প্রথম ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাছান মাহমুদ। পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিককে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন হাছান মাহমুদ। মাত্র দুই রান আসে শফিকের ব্যাট থেকে। ক্রিজে থিতু হওয়ার আগেই শরিফুল ইসলামের শিকার হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছয় রান করা শানের ক্যাচ নেন লিটন কুমার দাস।

ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজমও। মাত্র দুই বল খেলে শরিফুলের বলে লিটনের তালুবন্দি হন বাবর। খুলতে পারেননি রানের খাতা। ১৬ রান তুলতেই তিন উইকেট হারায় পাকিস্তান।

যাদের নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ

বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার নিয়ে। পেস বিভাগের দায়িত্বটা শরিফুল ইসলামের হাতে। দলে আরও দুই পেসার হাছান মাহমুদ ও তরুণ নাহিদ রানা। দলে থাকা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেলেন ১৯৫৮৬ শিক্ষক
পরবর্তী নিবন্ধপাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা