শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মিয়ানমারের শরণার্থী সংকটের কথা তুল ধরে তার আশু সমাধানের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তার সমাধানেরও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদায়ী রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের সমাজ ও পরিবেশের ওপর মিয়ানমারের শরণার্থীদের প্রভাবের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। অমানবিক পরিবেশে বাস করছে শরণার্থীরা। ‘আপনি আপনার সরকারকে বলবেন, আমাদের উভয়েরই উচিত এ সমস্যা সমাধানের উপায় বের করা’, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান প্রেস সচিব। প্রতিবেশী দেশের মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের কথাই বলেন শেখ হাসিনা।

পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথের প্রথম প্রেম নিয়ে ছবি বানাবেন প্রিয়াঙ্কা
পরবর্তী নিবন্ধযশোরে বাস খাদে পড়ে নিহত ৬