পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
শপথ নেওয়া হলো না নীলফামারী জেলা পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরীর (৫৫)। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি আবাসিক হোটেলে মৃত্যু হয়েছে তাঁর। নির্বাচন পরবর্তী আগামীকাল বুধবারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার বিকেলে নীলফামারী থেকে ঢাকায় যান তিনি।
মোস্তাফিজুর রহমান চৌধুরী এর আগে সোনারায় ইউনিয়ন পরিষদের দুই দফায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
এ ব্যাপারে নীলফামারী জেলা পরিষদের সংরক্ষিত চার নম্বর ওয়ার্ডের সদস্য ইসরাত জাহান বলেন, আজ বুধবার সকাল ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এলজি আরডি মন্ত্রী মো. মোশাররফ হোসেন আমাদের শপথ বাক্য পাঠ করাবেন। এ জন্য নীলফামারী থেকে আমরা সকল সদস্য গত সোমবার বিকেলে বিমানযোগে ঢাকায় আসি। সাত নম্বর ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সোমবার ফার্মগেট হোটেলে রাত যাপন করলে মঙ্গলবার সকালে হোটেলের নিচে তাঁর সাথে অনেকের দেখা ও কথা হয়। এরপর সকাল ১১টার দিকে হোটেলের কক্ষে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে সাত নম্বর ওয়ার্ডে ২২টি ভোট করে পান মোস্তাফিজুর রহমান চৌধুরী মিজানুর রহমান। দুজনের সমান ভোট হওয়ায় লটারীতে নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদ আহমেদ বলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী সোনারায় ইউনিয়নে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার সকাল ১০টায় সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।