শপথ নিলেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নাসিরুল মুলক। দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন রাজধানী ইসলামাবাদে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করার। দেশটির ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এদিকে গতকাল মধ্যরাতে পাকিস্তানের নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এ নিয়ে দ্বিতীয় দফা দেশটির নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করল।

শপথ অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসিরুল মুলক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জুলাই মাসের ২৫ তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে বলে এর আগে ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান নির্বাচন কমিশনের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তারিখটি অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন। একই দিনে প্রাদেশিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধরাজপথের আন্দোলনই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ: মওদুদ