শনিবার কক্সবাজার যাচ্ছেন খালেদা জিয়া

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের দুর্দশার কথা জানতে চার দিনের সফরে শনিবার কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। কক্সবাজার পৌঁছে তিনি সরেজমিন রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে দুঃখ-দুর্দশার কথা শুনবেন।

কক্সবাজারে তিন দিন অবস্থান করে ৩১ অক্টোবর খালেদা জিয়া ঢাকায় ফিরবেন বলে জানান আবদুস সাত্তার।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে রওনা দেবেন। এদিন চট্টগ্রামে অবস্থান করে রোববার তিনি কক্সবাজারের উখিয়া-টেকনাফে পৌঁছবেন।

ঢাকা থেকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্ত্থনা জানাবে দলটি। এ জন্য বিভিন্ন মহানগর ও জেলা-উপজেলার নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে সূত্র।

উল্লেখ্য, গত সোমবার রাতে গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসনের কক্সবাজার সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধভক্তের সঙ্গে শেষ দেখা হলো না শাহরুখ খানের
পরবর্তী নিবন্ধ‘ভিরে দি ওয়েডিং’-এর প্রথম টিজার পোস্টার প্রকাশ