শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই: আইএসি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। অর্থাৎ ওই অঞ্চলে রোববার রমজান মাসের ৩০ দিন পূরণ হবে এবং এর পরের দিন (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। খবর গালফ নিউজের।

শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবারও ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত
পরবর্তী নিবন্ধঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় ;প্রধানমন্ত্রী