শতভাগ প্রকল্প বাস্তবায়নে সচিবদের পরিকল্পনামন্ত্রী নির্দেশ

পপুলার২৪নিউজ সাইদ রিপন:
প্রকল্প শতভাগ বাস্তবায়নে সচিবদের নির্দেশ নিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
রোববার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে’ ২০১৮-১৯ ‘ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সচিবদের বলেছি প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াতে হবে। সচিবরা আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।  প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াতেই হবে।  এক প্রকল্পে একাধিক পিডি(প্রকল্প পরিচালক) থাকা যাবে না।  থাকতে হলে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমতি নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিলো পিডিরা প্রকল্প এলাকায় থাকবেন।  কিন্তু অনেক পিডি এই নির্দেশনা মানেন না। পিডিরা ঢাকা থেকে প্রকল্প তদারকি করেন।
ভূমি অধিগ্রহণ প্রসঙ্গে এম এ মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়ন কম হওয়ার অন্যতম কারণ জমি অধিগ্রহন না হওয়া। এই বিষয়ে ভূমি সচিবের সঙ্গে কথা বলা হয়েছে।
মন্ত্রী বলেন, বৈদেশিক ঋণ প্রক্রিয়ায় কিছু জটিলতা আছে।  তাদের সঙ্গে সমন্বয়হীনতা আছে,  ফলে কাজের গতি বাড়ছে না। এই সমন্বয়হীনতা কমিয়ে আনতে ইআরডিকে নির্দেশ দিয়েছি। ইআরডি এই সমস্যা সমাধান করবে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চীন টাকা ছাড় করছে
চীনা ঋণ চুক্তিতে ধীরগতি প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য  আসিউ উজ জামান বলেন, চীনাদের চাওয়া ও আমাদের চাওয়া এক হচ্ছে না। চীনের যেটা প্রথম পছন্দ সেটা আমাদের দ্বিতীয় পছন্দ।  এই সমস্যা কমিয়ে আনতে হবে। এই বিষয়ে দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। ‘
এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন, কার্যক্রম বিভাগের প্রধান খলিলুর রহমানসহ সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব উপস্থিত ছিলেন।।
পূর্ববর্তী নিবন্ধউপজেলা ভোট হবে প্রতিযোগিতামূলক: সিইসি
পরবর্তী নিবন্ধচীনে ৭শ’ বছরের পুরনো কোরআন দেখতে উপচে পড়া ভিড়