শতভাগ নিশ্চিত কোচ: পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে

স্পোর্টস ডেস্ক : আসন্ন দল বদলের মৌসুমে সবচেয়ে বড় আলোড়ন হতে চলেছে কাইলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান। কমবেশি সবাই নিশ্চিত এ ব্যাপারে। এরই মধ্যে বোমা ফাটালেন পিএসজি কোচ, জানালেন নতুন তথ্য।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ সম্পন্ন হয়ে যাবে এমবাপের। এরপর তিনি যেকোনো ক্লাবে যাওয়ার জন্য উন্মুক্ত থাকবেন। আর সে দৌড়ে সবার আগেই রয়েছে রিয়াল মাদ্রিদ। গত তিন মৌসুম ধরেই এমবাপেকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে তারা।

এবার পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমবাপের দল বদল হয়েই যাবে, এমন গুঞ্জন বেশ জোরালো। কিন্তু পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো শতভাগ নিশ্চয়তা দিয়ে জানিয়ে দিলেন আগামী মৌসুমেও পিএসজিতে থাকবেন এমবাপে।

শুধু এমবাপে নন, পচেত্তিনো নিজেও আগামী মৌসুমে থাকবেন পিএসজির কোচের দায়িত্বে। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ঘণ্টা বাজার পর থেকেই পচেত্তিনো চাকরি নিয়ে শঙ্কার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেসব খবরকে রীতিমতো উড়িয়েই দিলেন তিনি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘আমি পিএসজিতে থাকবো কি না? অবশ্যই থাকবো, শতভাগ নিশ্চিত। এমবাপেও আগামী মৌসুমে পিএসজিতে থাকবে। দুটি বিষয়েই আমি শতভাগ নিশ্চিত।’

এতো বেশি আত্মবিশ্বাসের কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি আমার আজকের অনুভব, আমি এটিই উপলব্ধি করছি। এখন আপাতত এটুকুই বলতে পারি। অবশ্য ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কিন্তু এই মুহূর্তে এটিই আমার উত্তর।’

এর আগে চলতি মাসের শুরুতে লরিয়েন্তকে ৫-১ গোলে হারানোর ম্যাচে একই ইঙ্গিত দিয়েছিলেন এমবাপে নিজেও। আগামী মৌসুমে পিএসজিতে থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘পিএসজিতে থাকার সম্ভাবনা আছে কি না? হ্যাঁ অবশ্যই আছে।’

 

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবলারদের ক্যাম্প শুরু ১৬ মে, ইন্দোনেশিয়া যাত্রা ২৭ মে