পপুলার২৪নিউজ ডেস্ক:
পুলিশের টিয়ারশেলে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চিকিৎসা শুরু হয়েছে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে।
ইতিমধ্যে একজন চিকিৎসক তার চোখ পরীক্ষা করেছেন। চোখে অস্ত্রোপচার করা যাবে কি না, তা আগামীকাল জানা যাবে।
সিদ্দিকের সঙ্গে রয়েছেন তার বড় ভাই নায়েব আলী এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক জাহিদুল আহসান।
সময়সূচিসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে পুলিশের টিয়ারশেলের আঘাতে সিদ্দিকের দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই দিনই তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাইয়ে পাঠানো হয়।
জাহিদুল আহসান জানিয়েছেন, মানসিকভাবে ভালো আছে সিদ্দিক। তবে তার চোখের ভেতরের আঘাত গুরুতর। সিদ্দিক চেন্নাইয়ে অনেকক্ষণ সমুদ্রের ধারে আনন্দে কাটিয়েছেন বলেও জানান তিনি।