শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

পপুলার২৪নিউজ ডেস্ক:

আবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। শনিবার ইরানের কারমানশা প্রদেশের সার পোল জাহাব শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২১জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিককালে বারবার ভূকম্পনে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরান। এদিনের ভূমিকম্পের গভীরতা ছিল আট কিলোমিটার। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গত ১২ নভেম্বর ৭.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের। আহত হন কয়েক হাজার। ইরান ও ইরাকের সীমান্তে হয়েছিল ওই ভূমিকম্প।

গত ডিসেম্বরের এক তারিখেও ৬.৩ মাত্রার রিখাটার স্কেলে কেঁপে উঠেছিল ইরান। লাগাতার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা ইরান।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে আমাদের লোককে শীর্ষপদে বসিয়েছি: ট্রাম্প
পরবর্তী নিবন্ধপুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক