আন্তর্জাতিক ডেস্ক
মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহর হুরগাদা উপকূলে হাঙরের আক্রমণে এক রুশ নাগরিক মারা গেছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খরব আল-জাজিরার।
মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জুন) হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর কর্তৃপক্ষ উপকূলটির ৭৪ কিলোমিটারজুড়ে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি রোববার পর্যন্ত সাঁতার, স্নরকেলিংসহ অন্যান্য কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করে মন্ত্রণালয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, একটি টাইগার হাঙরের আক্রমণেই তার মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বারবার আক্রমণের পর ওই ব্যক্তিকে পানির নিচে টেনে নিয়ে যায় হাঙরটি।
মন্ত্রণালয়টি পরে জানিয়েছে, তারা হাঙরটিকে ধরেছে ও বিরল আক্রমণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা করছে।