লেবানন থেকে ফিরবেন আরও ৩০ বাংলাদেশি

নিউজ ডেস্ক

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চতুর্থ ধাপে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি। রোববার (২৮ অক্টোবর) বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করবেন তারা।

শনিবার (২৬ অক্টোবর) বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি সোমবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ৩০ জনসহ এ সংখ্যা দাঁড়াবে ১৮০ জনে।

লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সন্ধ্যায় দেশে ফিরেন।

পূর্ববর্তী নিবন্ধরূপপুর ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধরিয়াল মাদ্রিদের জালে বার্সার এক হালি গোল