লেকহেড গ্রামার স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ স্থগিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর বেসরকারি লেকহেড গ্রামার স্কুলের ধানমণ্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হাইকোর্টের দেয়া নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

এছাড়া এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে রোববার ফুলকোর্ট শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার এক রুল নিষ্পত্তি করে ইংরেজি মাধ্যমের স্কুল দুটির শাখা খুলে দিতে বলেছিলেন হাইকোর্ট।

স্কুল কর্তৃপক্ষের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছিলেন।

জানা গেছে, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে ধানমণ্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করলে গত ৯ নভেম্বর এ স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টে এ রুলের নিষ্পত্তি করে আদেশ দেন।

হাইকোর্টে এ রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

 

পূর্ববর্তী নিবন্ধউৎপল-সিজারকে উদ্ধারে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৫০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ