পপুলার২৪নিউজ ডেস্ক:
রমজান মাসে করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করেন।
আরএমপি কমিশনার এদিন নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, নিউমার্কেট ও শিরোইল বাস টার্মিনাল এলাকায় সাধারণ পথচারী, দোকানি ও যানবাহনের চালকদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন। লিফলেটে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে নগরবাসীকে কিছু বিষয়ে অনুরোধ ও সচেতনামূলক পরামর্শ জানানো হয়েছে।
এর মধ্যে রমজানের পবিত্রতা বজায় রাখা, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র থেকে সাবধান, আতশবাজি সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ফুটানো থেকে বিরত থাকা, উচ্চশব্দে গান-বাজনা, ট্রাফিক আইন মেনে চলা ও মূল্যবান সামগ্রী পরিবহনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার মতো উল্লেখ রয়েছে।