পপুলার২৪নিউজ ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনা সন্ত্রাসীদের নতুন কৌশল হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে রবিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন সন্দেহভাজনকে ধরা হয়েছে। আরও ধরা হচ্ছে। তার (লিটন) টেলিফোন ও আশেপাশের ফোনের যে তথ্য আদান-প্রদান হয়েছে, সেগুলো এনে আমরা তথ্য উদঘাটনের চেষ্টা শুরু করে দিয়েছি। আমরা নিশ্চিত, যে-ই এ ঘটনা করে থাকুক আমরা খুব অচিরেই এদেরকে শনাক্ত করে ধরতে পারব। সেজন্য আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘এটা সন্ত্রাসীদের নতুন কৌশল হতে পারে। এমপিদের সরাসরি এভাবে (খুন করা)… সাত/আট বছরের মধ্যে এবারই প্রথম ঘটনা ঘটল। সন্দেহের তালিকা থেকে আমরা কোন কিছুই বাদ দিচ্ছি না, সব কিছুই আমরা অ্যানালাইসিস করছি।’
‘একজন সংসদ সদস্যের এ ধরণের হত্যাকাণ্ডে আমরা সবাই অত্যন্ত দুঃখিত। যত ধরণের গোয়েন্দা তৎপরতা, ফরেনসিক করে…যা কিছু সাক্ষী-সাবুত আছে এর মাধ্যমে আসল অপরাধীকে চিহ্নিত করব ও ধরে ফেলব’ বলেন মন্ত্রী।
দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে কিনা- একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে (এমপি লিটন হত্যা) আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এ প্রশ্নই আসে না। আইন-শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক আছে। আমরা মনে করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সঠিক কাজটি করছি বলেই আইন-শৃঙ্খলা ঠিক আছে। এখানে কোন ব্যত্যয় ঘটেনি।’
প্রাথমিক তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে বলে মনে করছেন- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পূর্ণ তথ্য না আসার আগে এ বিষয়ে কথা বলা উচিত হবে না। আমি যতটুকু শুনেছি, পুলিশ ও গোয়েন্দারা কতগুলো ডাইমেনশনে চিন্তা-ভাবনা করে কাজ করছেন। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমরা খুব শিঘ্রই দুষ্কৃতিকারীদের শনাক্ত করব।’
উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্য রিপোর্ট