লিটনের আউটে চাপে বাংলাদেশ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রথম দিনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় দিন লিড মাথায় রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। এজন্য টাইগাররা তাকিয়ে ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজের দিকে। সকাল বেলা দারুণ কিছু শটে তা বাস্তবে রূপদানের ইঙ্গিত দিয়েছিলেন তারা।

তবে লিটন দাসের (২৫) আউটে তা উবে গেল। দলীয় ৭৩ রানে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। এতে ফের চাপে পড়েছে স্বাগতিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৮। মিরাজের (২৪) সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (২)। স্বাগতিকরা এখনও ১৫২ রানে পিছিয়ে।

উইকেটে বল টার্ন করছে। খানিকটা বাউন্সও পাচ্ছেন স্পিনাররা। তবে আনপ্লেয়েবল নয়। বলের গুণাগুণ বিচার করে খেললে রান পাওয়া সম্ভব। শ্রীলংকার কুশল মেন্ডিস ও রোশেন সিলভা প্রথম দিন তা ভালোভাবেই দেখিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা
পরবর্তী নিবন্ধশাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক