লিজেন্ডস লিগে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিট্যালসে মাশরাফি

স্পোর্টস ডেস্ক : সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতের লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) টুর্নামেন্টে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিট্যালস দলে খেলবেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে টেনে নিয়েছে গম্ভীরের দল।

এলএলসির মূল আসরের খেলা শুরুর আগে ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই প্রীতি ম্যাচে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানের নেতৃতাধীন ওয়ার্ল্ড জায়ান্টস দলে খেলবেন মাশরাফি।

আসন্ন এই এলএলসি টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। ছয়টি ভিন্ন শহরে হবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হবে উদ্বোধনী ম্যাচ। এছাড়া লখনৌ, দিল্লি, কুটাক, রাজকোট ও যোধপুরে হবে আসরের অন্যান্য ম্যাচগুলো।

এলএলসির প্রথম আসরে দল ছিল তিনটি। ওমানের মাসকটে হওয়া সেই আসরে ভারত মহারাজাসের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ কাইফ, ড্যারেন স্যামি ছিলেন জায়ান্টসের অধিনায়ক ও লায়ন্সের অধিনায়ক ছিলেন মিসবাহ-উল–হক। লায়ন্সকে ২৫ রানে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জায়ান্টস।

এবার দল বেড়েছে একটি, বদলে গেছে দলগুলোর নামও। মাশরাফিদের অধিনায়ক গম্ভীর ছাড়া গুজরাট লায়ন্সের অধিনায়কত্ব করবেন ভিরেন্দর শেবাগ, মনিপাল টাইগার্সের দায়িত্বে আছেন হরভজন সিং ও বিলওয়ারা কিংসের নেতৃত্ব দেবেন ইরফান পাঠান।

ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড :
গৌতম গম্ভীর (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, হ্যামিল্টন মাসাকাদজা, রজত ভাটিয়া, লিয়াম প্লাঙ্কেট, মিচেল জনসন, আসগর আফগান, রবি বোপারা, প্রবীন তাম্বে, দীনেশ রামদিন, পারভেজ মাহারুফ, জ্যাক ক্যালিস, পঙ্কজ সিং, জন মুনি, প্রসপার উতসেয়া ও রস টেইলর।

পূর্ববর্তী নিবন্ধসাইবার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পলক
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ২ শতাধিক আহত