লিগ পর্বের শেষ পর্যন্ত সাকিবকে পাচ্ছে মোহামেডান

স্পোর্টস ডেস্ক : ফ্যামিলি ইমার্জেন্সির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ড সিরিজ শেষে গণমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

পারিবারিক কারণে আইপিএলে খেলার সিদ্ধান্ত থেকে সরে এলেও শিগগিরই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না সাকিব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) মোহামেডান স্পোর্টিং লিমিটেডের হয়ে সাকিব খেলবেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।

 

১৭ এপ্রিল শেষ হবে গ্রুপপর্বের ম্যাচ। এদিন মোহামেডানের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। মাঝে ব্রাদার্স ইউনিয়ন (১১ এপ্রিল) ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের (১৪ এপ্রিল) বিপক্ষে খেলবে মোহামেডান।

এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এ জি এম সাব্বির। সোমবার রাতে তিনি মুঠোফোনে বলেন, ‘সাকিব ১৭ এপ্রিল পর্যন্ত মোহামেডানের বাকি ম্যাচগুলো খেলবে।’

এর আগে, মোহামেডানের হয়ে খেলবেন কি না জিজ্ঞেস করলে সাকিব বলেছিলেন, ‘সময় বলে দেবে, দেখি।’

 

 

টুর্নামেন্টের শুরু থেকে টানা হারের কারণে মোহামেডানের সুপার লিগে ওঠা নিয়ে শঙ্কা ছিল। খোদ অধিনায়ক ইমরুল কায়েসও অসন্তোষ প্রকাশ করেছিলেন দল নিয়ে। সবশেষ টানা তিন ম্যাচ জিতেছে সাদাকালো ক্লাবটি। টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট সিরিজের আগে প্রথম খেলেছিলেন সাকিব। সেই ম্যাচেই প্রথম জয় পায় মোহামেডান।

বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দেওয়ার পর থেকে দলের আবহ পরিবর্তন হয়ে গেছে বলে দাবি করছেন সাব্বির। আজ ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের জন্য ইফতার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে সাকিবসহ মোহামেডানের কর্তারাও উপস্থিত ছিলেন।

সাব্বির বলেন, ‘আমাদের দলে এখন আনন্দ বিরাজ করছে। সাকিব ভাই যোগ দেওয়ার পর থেকে সবাই খুশি। টানা তিন ম্যাচ জিতেছি। এজন্য ক্লাবের সবাইকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করেছি। আমরা এখন একটা পরিবারের মতো।’

৮ রাউন্ড শেষে ৩ জয়ে মোহামেডানের অবস্থান সপ্তম স্থানে। সুপার লিগে নিজেদের নাম দেখতে চাইলে বাকি ম্যাচগুলোতে ক্লাবটির সামনে জয়ের কোনও বিকল্প নেই। সাকিবের যোগ দেওয়ার কারণে ক্লাবে যে সুবাতাস বইছে, মোহামেডান কি পারবে শেষ পর্যন্ত ধরে রাখতে?

 

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত ৫
পরবর্তী নিবন্ধতিন বছর পর কোভিড জরুরি অবস্থার অবসান যুক্তরাষ্ট্রে