পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লাসভেগাসের কনসার্টে বন্দুকধারীর হামলা থেকে বেঁচে যাওয়ার সপ্তাহ দুয়েক পর নিজ বাড়ির আধা মাইলের মধ্যে মৃত্যু হল এক দম্পতির।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনায় ডেনিস অ্যান্ড লরেইন কারভার নামে এ দম্পতির মৃত্যু হয়। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
এই দম্পতির সন্তানরা জানান, অক্টোবরের ১ তারিখ রুট ৯১-এর হার্ভেস্ট মিউজিক ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলা থেকে বেঁচে যাওয়ার পর নতুন জীবন পেয়েছিলেন তাদের বাবা-মা। তবে দুই সপ্তাহও দীর্ঘ হল না সেই জীবন।
হামলার সময় ডেনিস কারভার তার স্ত্রী লরেইন কারভারের ওপর ঝাঁপ দিয়ে তাকে স্টিফেন পেডকের চালানো গুলি থেকে বাঁচান। ওই হামলায় ৫৯ জন নিহত হন। আহত হন আরও ৪০০ জনের মতো।
এতসব হতাহতের মধ্যেই ওই দম্পতি পালাতে সক্ষম হন বলে জানান তাদের সন্তানরা।
ওই দম্পতির সন্তানরা জানান, গুলিবৃষ্টি থেকে বেঁচে যাওয়ার পর তাদের বাবা-মায়ের জীবনের কয়েকটি দিন গত ২০ বছরের চেয়েও সুন্দর কাটে।