লাশ শনাক্ত করতে সিলেটে জঙ্গি মর্জিনার পরিবার

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
আতিয়া মহলে নিহত নারী জঙ্গি মর্জিনা কিনা তা শনাক্ত করতে সিলেটে এসেছে তার পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে তারা সিলেট এসে পৌঁছান বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।

সিলেটে পৌঁছার পর তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল।

এরপর তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হবে। সেখানেই রাখা আছে শিববাড়ির আতিয়া মহলে অভিযানে নিহত এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ। বাকি দুটি লাশ এখনো পড়ে আছে আতিয়া মহলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে সিলেটের শিববাড়ির আতিয়া মহল ঘিরে রাখার পর থেকেই পুলিশ ধারণা করছিল, এই ভবনে মর্জিনা নামে এক নারী জঙ্গি রয়েছে। ওই ভবনে অপারেশন পরিচালনাকারী সেনাবাহিনী সোমবার এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই নারী জঙ্গিই মর্জিনা হতে পারেন।

চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশের হাতে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমিনের বোন মনজিয়ারা পারভিন ওরফে মনজিয়ারা বেগমই মর্জিনা নামে পরিচিত। আতিয়া মহলে নিহত নারীই মর্জিনা কি না আজ তা নিশ্চিত করবে তার পরিবার।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে মর্জিনার পরিবার মঙ্গলবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক মেডিক্যাল হোস্টেলে বিদেশি ছাত্রীর লাশ
পরবর্তী নিবন্ধছেলেকে কুপিয়ে হত্যা করল মা