পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর নির্যাতনে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো. সোহেল (২৩)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী এলাকার মহসিন আলীর ছেলে।
সোহেলের খালাতো ভাই রশিদুল ইসলাম জানান, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ী সীমান্ত অতিক্রম করে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা সোহেলকে আটক করে। এরপর তাকে নির্যাতন করে সীমান্তে অচেতন ও আহত অবস্থায় ফেলে রেখে যায় বিএসএফ।
তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, সোহেলকে রাইফেলের বেয়নট দিয়ে বেধড়ক পেটানো হয়। এছাড়া বুট পরিহিত পা দিয়ে লাথির আঘাতসহ বিভিন্নভাবে তার ওপর শারীরিক নির্যাতন চালায় বিএএসফ। জ্ঞান হারালে সোহেলকে আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম শাহ নেওয়াজ নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, সোহেল মিয়া নামে একজন ব্যক্তি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। বিএসএফের পিটুনিতে মারা গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।