পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম পূর্ণরতন চাকমা (২৯)। সে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি ইউনিয়নের হীরারচরের রাংগু চাকমার ছেলে।
সোমবার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকায় আধিপত্যকে বিস্তার করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনীর দু’টি টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ততক্ষণে এক সন্ত্রাসী নিহত ও দুই মুরুং শিশু আহত হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতেই তাদেরকে উদ্ধার করে।
একই সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত ১২ রাউন্ড পিস্তলের ও ৪৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি এবং নগদ ১০ হাজার ১২০টাকা উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনা বিস্তারিত বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত পূর্ণরতন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে ও আহত পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।