লাইলীর ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি এলাকাবাসী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছাড়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে রাজধানীর বনশ্রীতে রহস্যজনকভাবে নিহত গৃহকর্মী লাইলীর এলাকাবাসী।

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছাড়ার সমন্বয়পাড়া গ্রামের নজরুল ইসামের মেয়ে লাইলী বেগম (২৮)।

শনিবার বিকালে দাসিয়ারছড়া কালিরহাট বাজারে লাইলীর মৃত্যুকে পরিকল্পিত  হত্যাকাণ্ড দাবি করে এক মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।

মানববন্ধনে ঘাতকদের গ্রেফতার ও বিচারের দাবি করা হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, আব্দুল হাকিম, জাকির হোসেন, নুর আলম, নজরুল চেয়ারম্যান, ইউপি সদস্য বকুল আলী প্রমুখ।

শুক্রবার সাড়ে ১০টার পর বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কে একটি বাসা থেকে গৃহকর্মী লাইলীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ মৃত্যুর ঘটনায় দুপুর থেকে দফায় দফায় হামলা-ভাংচুর ও ব্যাপক সংঘর্ষ হয় ওই এলাকায়।

পূর্ববর্তী নিবন্ধসাঁতারে রেকর্ড গড়ার পথে ৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধগভীর রাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল মার্কিন সেনাবাহিনী