লন্ডনের দুই বিমানবন্দরে আয়ারল্যান্ড থেকে পাঠানো পার্সেলে বিস্ফোরক

পপুলার২৪নিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর, লন্ডন সিটি বিমানবন্দর ও লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশন ওয়াটার লুতে তিনটি বিস্ফোরক ডিভাইসবাহী প্যাকেট পাওয়া গেছে।

এর সবকটিতেই আয়ারল্যান্ডের ডাক টিকিট ও সিল। আর দুটির মধ্যে ছিল আয়ারল্যান্ড থেকে প্রেরকের ঠিকানাও। খবর বিবিসির।

সন্ত্রাসবিরোধী পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার ডাকে ওই বিস্ফোরকবাহী ‘এ ফোর’ আকৃতির ব্যাগ পাঠানো হয়।

ব্যাগ খোলার পরপরই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরক ডিভাইসবাহী প্যাকেটের ওপর আয়ারল্যান্ডের ডাক টিকিট ব্যবহার করা হয়।

পার্সেলটি পাওয়ার পরপরই হিথ্রো সেন্টার খালি করে ফেলা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করছে লন্ডনের কাউন্টার টেররিজম কমান্ড।স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ব্যাগের মধ্যে ডিভাইস ছিল, যা খোলার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

পূর্ববর্তী নিবন্ধহিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্যে পাকিস্তানে মন্ত্রী বরখাস্ত
পরবর্তী নিবন্ধখুলনায় মিলল ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার