সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম লতিফুর রহমান তার বিচারিক জীবনে আইনের শাসন, বিচার বিভাগের সুনাম ও মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে লতিফুর রহমান ইন্তেকাল করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও লতিফুর রহমানের নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতা অতুলনীয় ছিল বলে উল্লেখ করেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, লতিফুর রহমানের মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায়ে গোটা জাতি আজ শোকে ম্রিয়মান। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় খালেদা জিয়া লতিফুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানান।
তিনি বলেন, লতিফুর রহমানের মৃত্যুতে জাতি বর্তমান দুঃসময়ে একজন অভিভাবককে হারালো।
মরহুম লতিফুর রহমানের ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা ও আদর্শ পরবর্তী প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবে বলেও মন্তব্য করেন ফখরুল।