লজ্জার রেকর্ড গড়লো চ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল রোববার কলকাতার ইডেন গার্ডেনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৮৪ রান তাড়া করে হার মানে ১৭ রানে। এর মধ্য দিয়ে লজ্জার রেকর্ড গড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।

এটা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ৮৩তম হার। যা টি-টোয়েন্টি খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উইন্ডিজের আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার। তারা সর্বোচ্চ ৮০টি ম্যাচে হেরেছিল।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেছে ২০১৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। উইন্ডিজ ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ১৬১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে হেরেছে ৮৩টিতে। জিতেছে ৬৬টিতে। রেজাল্ট হয়নি ৯টিতে। ৩টি ম্যাচ টাই হয়েছিল। তার মধ্যে ২টিতে জিতেছে উইন্ডিজ। হেরেছে ১টিতে।

বাংলাদেশ ১২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে হেরেছে তৃতীয় সর্বোচ্চ ৭৮টিতে। জিতেছে ৪৩টিতে। ফল হয়নি ২টিতে। চতুর্থ সর্বোচ্চ ৭০টি করে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। পাকিস্তান ও ইংল্যান্ড ৬৪টি করে ম্যাচ হেরেছে।

পূর্ববর্তী নিবন্ধফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলল অস্ট্রেলিয়া