‘লগ ইন’ জটিলতা, বিব্রত ফেসবুক ব্যবহারকারীরা

শনিবার এক অদ্ভুত কাণ্ড ঘটে থাইল্যান্ডে। একটি ওয়েবাসাইট জানায়, ওই দিন অনেক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট লক হয়েছিল। ‘লগ ইন’ করতে পারেননি তারা। অনেকের কাছেই ‘অ্যালার্ট ম্যাসেজ’ও পাঠিয়েছে ফেসবুক। এর পর বিভিন্ন দেশ থেকে ফেসবুক ব্যবহারকারীরা একই অভিযোগও তোলেন। অনেক ব্যবহারকারী ‘লগ ইন’ করতে গেলেই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয় ‘অ্যাকাউন্ট ভেরিফাই’ করা যাচ্ছে না।

ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছেন ব্যবহারকারীদের এমন ভোগান্তিতে পড়ার কথা। তাদের পক্ষ থেকে জানানো হয়, কিছু সন্দেহজনক অ্যাকাউন্টের মালিককে অ্যালার্ট পাঠানো হয়েছিল। যে বার্তা অনেকের কাছেই চলে যায়। এর আগেও ফেসবুকে এমন সমস্যা দেখা দিয়েছিল। সেবার অনেকেই নিউজ ফিড স্ক্রল করতে পারেননি। চেষ্টা করলেই বলা হয়েছে, ‘ইউ উইল হ্যাভ মোর স্টোরিজ ইন নিউজ ফিড ইফ ইউ অ্যাড মোর ফ্রেন্ডস। ‘

পূর্ববর্তী নিবন্ধভারতে মাত্র ৮৯৯ রুপিতে বিমান ভ্রমণের সুযোগ!
পরবর্তী নিবন্ধআবারও পেছাল মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার চার্জ গঠন