স্পোর্টস ডেস্ক :
লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে আইপিএলে শুভসূচনা হয়েছে রাজস্থান রয়্যালসের। রাজস্থানের দেওয়া ১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে পেরেছে লখনৌ। এতে ২০ রানের জয় দিয়ে আসর শুরু করেছে রাজস্থান।
আজ রোববার সওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৮২ রানের ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। এছাড়া ২৯ বলে ৪৩ রান করেন রিয়ান পরাগ।
জবাব দিতে নেমে ফিফটি হাঁকান লখনৌর দুই ব্যাটার অধিনায়ক লোকেশ রাহুল ও নিকোলাস পুরান। রাহুল করেন ৪৪ বলে ৫৮ আর ক্যারিবীয় তারকা পুরান খেলেন ৪১ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস। তবে দলকে জেতাতে পারেননি।
এছাড়া দিপক হুদা করেন ১৩ বলে ২৬ রান। বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। লখনৌর হয়ে দুই উইকেট নেন নাভিন উল হক। আর রাজস্থানের হয়ে ২ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট।