লক্ষ্মীপুরে মাইক্রো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদেরের জামিন
পরবর্তী নিবন্ধদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হবে কক্সবাজারে