পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সদর উপজেলায় মসজিদে ইমামের মোনাজাত নিয়ে বাকবিতণ্ডার জেরে হামলায় নূর হোসেন নামের এক মুসল্লি খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাতে উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় রাতে নূর হোসেনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় সেখানেই তার মৃত্যু হয়।
নিহত নূর হোসেন স্থানীয় মৃত রফিক উল্লাহর ছেলে বলে জানায় পুলিশ।
এদিকে এ ঘটনায় শনিবার সকালে মসজিদ প্রাঙ্গন থেকে এক ইমামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় মনছুর আহমদ জামে মসজিদের ইমাম মো. আল আমিন নামাজের পর অন্য ইমামদের মতো মোনাজাত ধরতেন না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুমার নামাজের পর ইমামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ইমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এসময় ইমাম পক্ষ ও কমিটির পক্ষরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এর জের ধরে রাতে তারাবির নামাজের পর ইমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেঁধে দুই ভাইকে পেটায়।
স্থানীয়রা আরও জানান, বিগত ৩-৪ মাস ধরে হুজুর ওই মসজিদে ইমামতি করলেও এখানে তার কোনো আসবাবপত্র ছিল না। ওই ইমাম চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে বলে জানা যায়।
এদিকে নিহতের স্ত্রী জেসমিন আক্তার, মেয়ে মিতু আক্তার ও ছেলে রুবেল এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, নিহত নূর হোসেনের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ওই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।