জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
লক্ষ্মীপুরে চোর সন্দেহে রাসেল হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পুলিশ রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার দুই হাত, পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছেন।
আহত রাসেল দক্ষিণ হামছাদি ইউনিয়নের আলিপুর গ্রামের হাওলাদার বাড়ির ইসমাইল হোসেন কালুর ছেলে। তিনি নিজেকে সিএনজিচালিত অটো রিকশার চালক বলে দাবি করলেও পুলিশ বলছে, তিনি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত। হাসপাতালে চিকিৎসাধীন রাসেল বলেন, “রাত ২টার দিকে দালাল বাজার থেকে বাড়ি ফেরার পথে নন্দনপুর গ্রামে পৌঁছালে কয়েকজন যুবক চোর বলে আমাকে তাড়া করে। পরে ক্ষুদ্ধ এলাকাবাসী আমার ওপর হামলা করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। ”
দালাল বাজার পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মিয়া বলেন, “খবর পেয়ে আহত অবস্থায় রাসেলকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাসেল এলাকার চিহ্নিত চোর। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”