লক্ষ্মীপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও গ্রামে সবচেয়ে বড় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম।
জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন শুক্রবার। এসব গ্রামের সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে গত ৩৮ বছর যাবত এসব এলাকার মানুষ ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।