লকডাউনে ঢাকায় গ্রেফতার ৭৯১, জরিমানা সাড়ে ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধের’ দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চলাচল। আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার-জরিমানা অব্যাহত রাখলেও অকারণে মানুষের চলাফেরা ঠেকানো যাচ্ছে না।

এ অবস্থায় লকডাউনের ১০ম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে রাজধানীজুড়ে গ্রেফতার হয়েছেন ৭৯১ জন। একইসঙ্গে এদিন ২১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যাননবাহনকে করা জরিমানার পরিমান ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় সর্বমোট ৩৬১টি গাড়িকে এ জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের ১০ম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৭৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনার ক্রমাগত কঠোর লকডাউনের দশম দিনে এসে মানুষের মধ্যে ঢিলেঢালা ভাব দেখা গেছে। সামান্য প্রয়োজনে নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন মানুষ। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা চলাচলও বেশি ছিল।

মানুষের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ঠেকাতে এদিনও সড়কে সড়কে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশপাশি চেকপোস্ট-টহল অব্যাহত রাখে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধআগামী ৩ মাসে দেশে আসবে সিনোফার্ম থেকে কেনা টিকা
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২