লকডাউনের পথে মুকসুদপুর পৌরশহর

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরশহর লকডাউনের পথে। সোমবার মুকসুদপুর পৌরসভা কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৫ মার্চ বুধবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার সপ্তাহ ব্যাপী পৌর শহরের ওষুধের দোকান, কাঁচা বাজার, নিত্য প্রয়জনীয় দ্রব্যাদি ব্যতিত সকল মার্কেট, হাটবাজারসহ সকল দোকান পাঠ বন্ধ থাকবে। বেঁধে দেয়া সময়ে সদর বাজারের মার্কেটসহ অন্যান্য বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এরই মধ্যে করোনা ভাইরাসের কারনে ক্রেতাশূন্য হয়ে পড়েছে পৌর সহর। সদর বাজারের আগের চিরচেনা রুপ নেই। পৌরবাসীদের মাঝে করোনা সংক্রমনের ঝুকি এবং আতঙ্ক বিরাজ করার কারনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড.আতিকুর রহমান মিয়া। এই সময়ে খুচরা ও পাইকারি বাজারের দোকান মালিকদের প্রতি কোনো পণ্যের দাম না বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও কেউ যদি এই আদেশ না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিপলেট বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় সরকারের কিছু কৌশল আছে: কাদের