পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়ানাক্রাই ‘র্যানসমওয়্যার’ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করছেন সাইবার সিকিউরিটি গবেষকরা।
শুক্রবারের এই হামলায় বিশ্বের দেড় শতাধিক দেশের ৩ লাখের বেশি কম্পিউটার আক্রান্ত হয়।
সোমবার সিমেনটিক ও ক্যাসপারাস্কি ল্যাব কর্তৃপক্ষ জানায়, ঘটনার সঙ্গে বিভিন্ন লিংক পর্যবেক্ষণ করে দেখা গেছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা এ ঘটনায় জড়িত থাকার সম্ভাবনাই বেশি।
রয়টার্সকে ক্যাসপারাস্কির সাইবার গবেষক কার্ট বোমগার্টনার বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি, এতে উত্তর কোরিয়ার হ্যাকাররাই জড়িত।’
এ ঘটনার সঙ্গে আধুনিক হ্যাকার গোষ্ঠি ‘লেজারাস গ্রুপ’ জড়িত বলেও দাবি করছেন প্রযুক্তিবিদরা।
বিশ্বব্যাপী বিশ্বাস রয়েছে, চীনের বাইরে থেকে উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়ে কাজ করে লেজারাস গ্রুপ।
গুগলের নিরাপত্তা বিশ্লেষক নিল মেহতার এক অনুসন্ধানের পর সর্বশেষ আক্রমণের জন্য লেজারাস গ্রুপকেই দায়ী করা হচ্ছে।
সাম্প্রতিক সাইবার হামলায় ব্যবহৃত ওয়ানাক্রাই এর কোডের সঙ্গে লেজারাসের অতীত আক্রমণের কোডের অনেকটাই মিল পেয়েছেন নিল মেহতা।
২০১৪ সালে সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক ও ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়ার পেছনে এই সাইবার আক্রমণকারী গ্রুপটিকে দায়ী করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সাইবার নিরাপত্তা গবেষকরা এ ঘটনায় খুব সহজেই হ্যাকারদের শনাক্ত করা সম্ভব বলে দাবি করেছে। তবে সন্দেহভাজনরা উত্তর কোরিয়ার বলে নিশ্চিত হওয়া যায়নি।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা ফায়ার আই ইন্ডাস্ট্রি এই হামলার পূর্ববর্তী ও বর্তমান লিংক মিলিয়ে সহজেই দোষীদের চিহ্নিত করা সম্ভব বলে মন্তব্য করেছে।