র‌্যাংকিংয়ে উন্নতি সাব্বির-মোস্তাফিজের

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে দল হারলেও বড় অর্জন হয়েছে সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানের।

তাদের পারফরম্যান্সে বড় ধরনের উন্নতি ঘটেছে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে।

প্রথম ইনিংসে ৬৬ রান করেছিলেন সাব্বির, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৪ রান। এর সুবাদে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ২২ ধাপ উঠে এসেছেন তিনি। তার বর্তমান অবস্থান এখন ৭৩ নম্বরে।

মোস্তাফিজেরও উন্নতি হয়েছে তার বোলিং র‌্যাংকিংয়ে। তিনি প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট দখল করেছিলেন। তার এই আগুন ঝরানো বোলিংয়ে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ১২ ধাপ। তিনি আছেন ৪৩ নম্বরে।

এ ছাড়া মেহেদী হাসান মিরাজ একধাপ এগিয়ে ২৯ নম্বরে, মুশফিকুর রহিম একধাপ এগিয়ে ২২তম স্থানে আছেন।

অন্যদিকে তামিম ইকবাল দুই ধাপ নেমে ১৬ নম্বরে, সাকিব আল হাসান একধাপ নেমে ১৮ নম্বরে অবস্থান  করছেন। অবশ্য বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ নেমে সাকিব এখন সতেরোয়।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ৩৩ পয়েন্ট কমলেও এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সময়সূচি
পরবর্তী নিবন্ধসৌদি আরব ও কাতারের মধ্যে টেলিফোন আলাপ