রৌমারীতে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্ত থেকে ভারতীয় মদসহ শাহীন আলম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহীন আলম নওদাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা রাতে রৌমারী সার্কেল এএসপি সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নওদাপাড়া গ্রামে শাহীন আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০ বোতল ভারতীয় মদের বোতলসহ ব্যবসায়ীকে (৩০) গ্রেপ্তার করে।

সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃম মাদক ব্যবসায়ী শাহীন আলমের ঘর থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অগ্নিকাণ্ডে ৩৪টি দোকান ও বাড়ি পুড়ে গেছে
পরবর্তী নিবন্ধমঠবাড়িয়ায় অপহৃত শিশু উদ্ধার, পলাতক দুলাভাই