মিয়ানমারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে জোরালো ভূমিকা রাখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার গাজীপুরের কালিগঞ্জের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কালীগঞ্জের মসজিদের ইমাম ও মুসলিম ধর্মীয় নেতাদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের ক্ষমতায় আসা নিয়ে একটি কুচক্রীমহল নানা অপব্যাখ্যা দিয়েছিল। এই অপপ্রচার আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসলামের সঠিক ব্যাখ্যা ও ভুল বুঝাবুঝি দূর করার জন্য বঙ্গবন্ধুই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ সরকারই ৪২ হাজার ইমামকে প্রশিক্ষিত করেছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ‘
এসময় কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলার ইমাম পরিষদের সভাপতি মুফতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আমিন ও ধর্মীয় নেতা মাওলানা মো. আব্দুল হানিফ প্রমুখ।