রোহিঙ্গা শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের নো ম্যানস ল্যান্ড চারটি ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের প্রায় ৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়া শুরু হয়েছে।

শনিবার সকালে সাড়ে ৮টা থেকে এই ওষুধ খাওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কোনাপাড়া, সদর ইউনিয়নের বড়ছনখোলা, সাপমারাঝিড়ি ও ফুলতলী নো ম্যানস ল্যান্ড আশ্রয় নেয়া প্রায় দু’হাজার পরিবারের পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫ হাজার রোহিঙ্গা শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিমের আওতায় ৫০ জন স্বাস্থ্যকর্মী এ ওষুধ খাওয়ার কাজ করছে।

এছাড়াও রোববার বিকাল থেকে আশ্রয় কেন্দ্রের রোহিঙ্গাদের কলেরা টিকা খাওয়ানো হবে।

চারটি আশ্রয় কেন্দ্রের প্রায় ২৫ হাজার রোহিঙ্গাকে কলেরা ভ্যাকসিন টিকা খাওয়ানো হবে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, বান্দরবানের সীমান্তের চারটি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫ হাজার রোহিঙ্গা শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু করেছি।

রোববার বিকাল পর্যন্ত কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। তারপর বিকাল থেকে সোমবার সারাদিন আশ্রয় কেন্দ্রের সব রোহিঙ্গাদের কলেরা টিকা খাওয়ানো হবে।

 

পূর্ববর্তী নিবন্ধযেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত : বেনজীর
পরবর্তী নিবন্ধবাবাকে খুন করতে দেখে ফেলায় মেয়েকেও হত্যা