রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে:পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আন্তর্জাতিক চাপ না দিলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে না মিয়ানমার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না করে তাদের জোর করে মিয়ানমান পাঠানো যাবে না। আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। চাপ বাড়ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যালোচনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের মধ্য বিভাজন হচ্ছে। সু চি এক কথা বলেন, তাদের রাষ্ট্রীয় প্রচার আর এক কথা বলে। এ সংকট মিয়ানমার সৃষ্টি করেছে। এখন এটি আঞ্চলিক সমস্যয় পরিণত হয়েছে। এতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। মিয়ানমার সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে যাচ্ছে।

১৯৮২ সালে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।
মিয়ানমার রোহিঙ্গাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ১৬ অক্টোবর ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। এ সেনাবাহিনীর সন্ত্রাস এখনো বহাল। ২৫ আগস্টের পর রাখাইন রাজ্যে তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ২৮৪ গ্রাম পোড়ানো হয়েছে। ৫ লাখের অধিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন তা দাঁড়িয়েছে ৯ লাখে।

মাহমুদ আলী আরো বলেন, কার্যত মিয়ানমারে ৪/৫ লাখ রোহিঙ্গা দেশটিতে রয়েছে। মিয়ানমার থেকে এবার মূল অংশ বাংলাদেশে চলে এসেছে। রোহিঙ্গা নির্মূল করার বিষয়ে রাষ্ট্রীয় মিডিয়া এটাকে মুসলিম সন্ত্রাসবাদ হিসেবে প্রচার করছে। আন্তর্জাতিক উদ্বেগ থাকাতে তারা এটি করে যাচ্ছে। মূল সমস্য সমাধান করতে হবে, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক চাপ না হলে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধান করবে না।

পূর্ববর্তী নিবন্ধডিআর কঙ্গোতে হামলায় ২ শান্তিরক্ষী নিহত : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধস্ত্রীর ছবি পোস্ট করে রোষের মুখে হরভজন