রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ব্যবস্থা করবে জাতিসংঘ : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা সন্তোষজনক নয়। নাগরিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে সব ধরনের ব্যবস্থা করবে জাতিসংঘ। সেভাবেই কাজ করছি আমরা।

সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের আশ্রিত জীবন বড়ই কষ্টের। যে পরিস্থিতির মুখে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়েছে সভ্যতার যুগে তা কল্পনা করা যায় না। বাংলাদেশ শ্রেষ্ঠ মানবিক আচরণে তাদের ঠাঁই দিয়েছে। কিন্তু চলমান বর্ষায় আশ্রিতদের নিরাপদ রাখাই এখন প্রধান লক্ষ্য হওয়া দরকার। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেয়া প্রয়োজন। প্রাণে বাঁচতে সহযোগিতা যখন দিয়েছি তখন বর্ষায় তাদের আশা ভাসিয়ে দেয়া উচিত হবে না।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সময় তিনি কক্সবাজারে অবস্থান করা রোহিঙ্গাদের তুলনায় সহায়তাকে অপ্রতুল বলেই দাবি করেন।

তাই তিনি রোহিঙ্গা সহায়তায় আরও বেশি সহযোগিতা দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ঘোষণা দেন একসঙ্গে এত লোককে আশ্রয় দিয়ে শ্রেষ্ঠ মানবিক আচরণ করা বাংলাদেশ সরকারকে আগের ৪৮০ মিলিয়ন ডলার ছাড়াও স্বল্প সুদে নতুন ৩ বিলিয়ন ডলার অনুদান দেয়া হবে।

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জীবনযাপন পরিদর্শনে সোমবার ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বেলা ১১টার দিকে ক্যাম্পে পৌঁছে তারা রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের কথা শুনেন এবং তাদের মনের আকাঙ্ক্ষার কথা জানতে চান।

রাখাইনে নির্যাতনের কথা তুলে ধরে নির্যাতিত রোহিঙ্গারা আন্তর্জাতিক শীর্ষ দুই সংস্থার প্রধানের কাছে বলেন, নাগরিকত্ব, স্বাধীনভাবে চলাফেরা ও কর্মের নিশ্চয়তাসহ সব অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা মিয়ানমার ফিরতে চান না।

 

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধব্রাজিলকে হারাতে ইতিহাস গড়তে হবে মেক্সিকোর