রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে ভিয়েতনামসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই এখান থেকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আমরা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই।

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী জুয়্যান কুউক দেজং বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি করেছে। কিন্তু এ চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, তার সরকার রোহিঙ্গাদের অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরে একটি দ্বীপের উন্নয়ন করছে। তবে অবশ্যই তাদের নিজ দেশে ফেরত যেতে হবে।

ভিয়েতনামের উপমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, এটি এক অনন্য মানবিক কাজ। এটি বাংলাদেশের জন্য একটা বড় বোঝা।

এ প্রসঙ্গে সফররত মন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের সঙ্গে সংহতির অংশ হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেবে ভিয়েতনাম।’

পূর্ববর্তী নিবন্ধআমার দেহে এমন কী আছে, যা অন্য নারীর নেই
পরবর্তী নিবন্ধনিজেও দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ধর্ম প্রতিমন্ত্রী