নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হিজড়া জনগোষ্ঠী। সোমবার দুপুর ২টায় শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ হিজড়া কল্যাণ সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে শতাধিক হিজড়া অংশ নেন। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় মিয়ানমার সরকার ও সে দেশের নোবেল জয়ী নেত্রী অং সাং সুচির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুমনা আক্তার কালা, সাধরণ সম্পাদক স্বর্ণালী, সহ-সভাপতি শাহজাহান সাজু প্রমুখ।