রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ১৪ দলের নেতারা

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার এসে পৌঁছেছেন ১৪ দলের মূখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ) এর চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাম্যবাদি দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের সাংসদ মাঈনুদ্দীন খান বাদল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

বেলা সোয়া ১টার দিকে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের অভ্যর্থনা জানান জেলা জেলা ১৪ দলীয় নেতৃবৃন্দ। এরপর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান ১৪ দলের নেতারা।

সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ ও শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশরীফপুর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবান্ধবীর সঙ্গে কপিলের ব্রেকআপ!