রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের জেরে মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্লোবাল ম্যাগনিটস্কাই আইনের আওতায় এ অবরোধ আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবুধবার পারিবারিক কবরস্থানে এমকে আনোয়ারের দাফন
পরবর্তী নিবন্ধজুলহাস-তনয় হত্যার প্রতিবেদন দাখিল ২১ নভেম্বর