পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাক্ষাতে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। সোমবার নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত। পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সাক্ষাতে অন্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে বলে প্রধানমন্ত্রীকে জানান সুষমা স্বরাজ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত অবশ্যই বাংলাদেশের সঙ্গে আছে রোহিঙ্গা ইস্যুতে। আগামী ২৩-২৪ অক্টোবর যৌথ কমিশন বৈঠকে বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুষমা স্বরাজ। শহিদুল হক আরও জানান, প্রধানমন্ত্রী আবুধাবি ইতিহাদে নিউইয়র্ক আসার সময় একই প্লেনে সুষমা স্বরাজও ছিলেন। সেখানেও দুই জনের মধ্যে আলাপ হয়।