পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। খবর রয়টার্সের।
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নারীদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসার ইচ্ছা আছে বলে জানিয়েছেন তিনি।
এর আগেও জোলি ইরাক ও সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসতে পারেন বলে কানাডার ভ্যাংকুভার শহরে জানিয়েছেন জোলি। ভ্যাংকুভারে বাংলাদেশের প্রতিনিধিদলকে জোলি তার সফর পরিকল্পনার কথা জানান।